২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিমানবাহিনী প্রধানের যুক্তরাজ্য গমন

-

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত যুক্তরাজ্য বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে গতকাল সস্ত্রীক এক সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
যুক্তরাজ্য সফরকালে তিনি সেখানে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী একটি কনফারেন্সে অংশগ্রহণ করবেন। কনফারেন্সে যোগদানের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য উপযোগী বিমানবাহিনী গঠনে সহায়ক হবে, যা ফোর্সেস গোল ২০৩০ অর্জনকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী প্রধান যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের প্রেসিডেন্ট স্যার মাইকেল মার্শাল এবং সিইও অ্যালিস্টার ম্যাকফির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। বিমানবাহিনী প্রধানের সাথে তার স্ত্রী ও একজন সফরসঙ্গী রয়েছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে আশা করা যায়। যুক্তরাজ্য সফর শেষে বিমানবাহিনী প্রধান আগামী ২০ জুলাই দেশে ফিরবেন। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement