২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

কক্সবাজার জেলার আলেম ওলামাদের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

-

কক্সবাজারের শীর্ষ ওলামা মাশায়েখদের জীবন চরিত নিয়ে রচিত ‘শীর্ষ স্থানীয় ওলামা-মাশায়েখ কক্সবাজার জেলা (১৮০১-২০০৪)’ গ্রন্থের মোড় উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মূল্যবোধের চরম অবক্ষয়ের এই সময়ে আলেম ওলামাদের জীবন থেকে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবেন এবং সার্বিকভাবে গ্রন্থটি সমাজে নৈতিক ও মানবিকতার বিকাশে অনেক অবদান রাখবে। তারা বলেন, গ্রন্থটি নতুন প্রজন্মের গবেষণা কাজেও অনেক উপকারে আসবে। এ ছাড়া গ্রন্থটিতে সব তরিকার আলেম ওলামা ও গবেষকদের সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের জীবনী উল্লেখ করায় এটি প্রসংশিত হবে সব মহলে। ১৮০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কক্সবাজার জেলায় জন্ম নেয়া দুই শতাধিক আলেম ওলামা,পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদের জীবনী নিয়ে এটি রচনা করেছেন কক্সবাজার হাশেমিয়া আলীয়া মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মুফতি মওলানা হাবিব উল্লাহ। কক্সবাজার প্রেস ক্লাবে গত বৃস্পতিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড.আ ফ ম খালিদ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রন্থ প্রণেতা মুফতি হাবিব উল্লাহ,কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান,কক্সবাজার হাশেমিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিক আহমদ বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বি এফ ইউজের সহকারী মহাসচিব জি এ এম আশেক উল্লাহ,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি গবেষক মুহম্মদ নুরুল ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমেদ জমিরী, চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, হেফাজতে ইসলামের কক্সবাজার জেলা সাধারণ স¤পাদক মাওলানা ইয়াছিন হাবীব, কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, কক্সবাজার মুহাম্মদিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মাওলানা ওমর ফারুক প্রমুখ। উল্লেখ্য, এই গ্রন্থে আলেমদের জীবনী ছাড়াও ইলম ও আলেমদের মর্যাদা, ভারতবর্ষে ইসলামের আগমন ও প্রচার, বাংলাদেশে মুসলমানদের আগমন ও ইসলাম প্রচার, চট্টগ্রামে ইসলামের আগমন এবং কক্সবাজারে ইসলামের আগমন ও প্রচার প্রসার ইত্যাদি তথ্য স্থান পেয়েছে।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের

সকল