২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পোড়ানো হলো ১৭ কোটি টাকার কারেন্ট জাল

-

মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত রোববার রাতে এ অভিযান চালায় কোস্টগার্ডের পাগলা স্টেশনের সদস্যরা।
কোস্টগার্ড জানায়, রোববার রাতে মুন্সীগঞ্জের পাগলা স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে নওগাঁ ও মুক্তারপুর ব্রিজ এলাকায় তিন টেক্কা মার্কা ও আল-মদীনা ফ্যাক্টরি থেকে ৮৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় সতের কোটি বিশ লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আল-মদীনা ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিন টেক্কা মার্কা ফ্যাক্টরির সবাই পালিয়ে যায়। জব্দকৃত জাল ও জাল তৈরির সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আরো সংবাদ



premium cement