২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

দোকান পুড়ে নিঃস্ব খাইরুল

-

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, ঘটায়। মুহূর্তের মধ্যে পুড়ে গেল দোকানের সব মালামাল। শুধু দোকান নয়; একই সাথে কপাল পুড়ল মালিক খাইরুল ইসলামেরও। ঘটনাটি গত রোববার রাতের। খাইরুল জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম চৌরাস্তার মোড়ে থাকা দোকান বন্ধ করে রাতে বাড়িতে ছিলাম। রাতে হঠাৎ খবর পেলাম আমার দোকানে আগুন লেগেছে। পড়িমরি করে ছুটে গেলাম। দোকানের আশপাশে থাকা লোকজন আগেই ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসতে সময় লেগে যায় প্রায় এক ঘণ্টা। এর মধ্যে নিজেরা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেও লাভ হয়নি। পুড়ে গেছে দোকানে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ সব মালামাল। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা গ্যাস সিলিন্ডারে লেগে বিস্ফোরণের কারণে আগুনের মাত্রা বেড়ে যায়। দোকানে প্রায় ১২ লাখ টাকার মালমাল ছিল জানিয়ে খাইরুল ইসলাম বলেন, এটাই ছিল আমার আয়ের একমাত্র উৎস। দোকান পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব প্রায়। পরিবার নিয়ে পথে বসা ছাড়া কোনো উপায় নেই।


আরো সংবাদ



premium cement