২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আইসিডিডিআরবিতে এখন থেকে ২৪ ঘণ্টা পরীক্ষা করা যাবে

-

ঢাকার মহাখালীতে অবস্থিত আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেন্টার এখন থেকে সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। রোগীদের সেবা গ্রহণে অপেক্ষার সময় অনেকাংশে কমিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
আইসিডিডিআরবির ল্যাবরেটরিগুলো বাংলাদেশের একমাত্র ল্যাবরেটরি যা ইন্টারন্যাশনাল অর্গনাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের মান ও দক্ষতায় আইএসও ১৫১৮৯ এবং নিরাপত্তায় আইএসও ১৫১৯০ সনদ পেয়েছে। এ ছাড়া আইসিডিডিআরবির ল্যাবরেটরি ৪০০ বেশি রোগনির্ণয়ের জন্য সনদ পেয়েছে।
আইসিডিডিআরবির ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সিনিয়র ডিরেক্টর ড. নিয়াজ আহমেদ বলেন, এই বর্ধিত সেবা প্রদানের জন্য ব্যয় অনেকাংশে বৃদ্ধি পাবে। তবুও আমরা সর্বস্তরের মানুষের জন্য আমাদের সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে চাই। আমাদের অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান বিজ্ঞানী ও চিকিৎসক এবং অত্যাধুনিক ল্যাবরেটরিগুলো এখন থেকে আরো বেশি রোগীকে উচ্চমানসম্পন্ন রোগনির্ণয় সেবা প্রদান করতে পারবে।’

 


আরো সংবাদ



premium cement