২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদও করতে দিচ্ছে না সরকার

-

‘ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের হত্যা, নির্যাতন ও হয়রানি বন্ধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে ভারত প্রতিবাদ করে। কিন্তু ভারতে সংখ্যালঘু মুসলমানদের হত্যা নির্যাতন করলেও আমাদের সরকার নিন্দা প্রস্তাবও পাস করতে পারেনি। বরং কোনো দল রাজপথে মিছিল-প্রতিবাদ করতে গেলেও সরকার বাধা দিচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সরকার এটি করছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বৈঠকের আয়োজন করে। সংগঠনের সিনিয়র নায়েবে আমির ও প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় বৈঠকে বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সাবেক এমপি গোলাম মাওলা রনি, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মাইমুল আহসান খান, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
আব্দুল লতিফ নেজামী বলেন, মুসলমানদের চেতনায় ধস নামার কারণে ভারত সুযোগ নিয়ে মুসলিম হত্যাকাণ্ড চালাচ্ছে।


আরো সংবাদ



premium cement