২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`
উচ্ছেদ করতে চান ডিএনসিসি মেয়র

সিটি করপোরেশনের জায়গায় বাড়ি-দোকান

-

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলের কারণে ফুটপাথ, ড্রেন ও সড়কের নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। ডিএনসিসির অনেক জায়গায় স্কুল, বাসাবাড়ি, দোকানপাট অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। অবৈধ দখলে থাকা স্থাপনাগুলো জনস্বার্থে উচ্ছেদ করা প্রয়োজন। অবৈধ স্থাপনা উচ্ছেদে মেয়র সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
গতকাল রাজধানীর কালশী, পল্লবী, বেনারসি পল্লী, মিরপুর সেকশন-১১ এর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। এ সময় প্যানেল মেয়র জামাল মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক, আব্দুর রউফ নান্নু, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement