২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঈশ্বরদীর দণ্ডপ্রাপ্ত নেতাদের আইনি সহায়তা দেবে বিএনপি : নজরুল ইসলাম খান

-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ঈশ্বরদীর বিএনপি নেতাদের বিরুদ্ধে ফরমায়েসি রায়ের মাধ্যমে যে সাজা দেয়া হয়েছে, তা মওকুফ করাতে সব ধরনের আইনি সহায়তা দেবে বিএনপি। গত বুধবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনার ট্রেনে গুলি হলো, এক ফোঁটা রক্ত ঝরল না, কেউ আহত হলো না, কে গুলি করেছে কেউ জানে না, অথচ সেই মামলায় ২৫ বছর পর এসে বিএনপি নেতারা সাজা পাবে, এটি মেনে নেয়া যায় না। চুরির ঘটনায় ডাকাতি মামলা হলে তো সাজা হবে না। এ সময় তিনি স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দণ্ডপ্রাপ্ত নেতাদের মুক্ত করার আশ্বাস দেন এবং তাদের পরিবারের পাশে থাকতে জেলা নেতৃবৃন্দকে নির্দেশ দেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কৃষকদলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন সৈকত, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মর্তুজা করিম বাদরু, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।
সভায় বরকত উল্লাহ বুলু বলেন, ২৫ বছর আগে সংগঠিত ঘটনা, যার কোনো প্রমাণ নেই, সেই মামলায় বিএনপি নেতাদের ফাঁসানো হলো। বিএনপির পতাকা ধারণ করেন বলেই এ রায় তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে। এ রায় সরকারের জন্য বুমেরাং হবে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মিথ্যা কখনো চাপা থাকে না। তারা অবশ্যই উচ্চ আদালত থেকে ছাড়া পাবে। দণ্ডপ্রাপ্ত ঈশ্বরদীর বিএনপি নেতাদের বীরের বেশে ফিরিয়ে আনা হবে।
হাবিবুর রহমান হাবিব বলেন, এ রায়ের মধ্য দিয়ে সরকার সারা দেশের মানুষের কাছে বিতর্ক হয়েছে। বর্তমান সরকারের ক্ষমতা নেই যে, তাদের সাজা কার্যকর করতে পারে। দণ্ডপ্রাপ্ত নেতাদের ও তাদের পরিবারের পাশে বিএনপি স বসময় আছে, থাকবে।
এর আগে দুপুরে কেন্দ্রীয় যুবদল নেতাদের একটি গাড়িবহর ঈশ্বরদী থানা অতিক্রম করার সময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় তিনজন যুবদল নেতা আহত হন।


আরো সংবাদ



premium cement
থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গায় ১৪০তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বার্বাডোস সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে : রিজভী কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক পাকিস্তানে একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ ৪০ বছর ধরে মুসল্লিদের ফ্রি চা খাওয়ানো মদিনার সেই বৃদ্ধের ইন্তেকাল সৌদির কাছ থেকে শত শত কোটি ডলার বিনিয়োগ আশা করছে পাকিস্তান! শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরো ৭ দিন উপজেলা নির্বাচনের সময় আ’লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : কাদের

সকল