২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
খেলাফত আন্দোলনের বিক্ষোভ

ভারতের মুসলমানদের রক্ষায় বিশ্বকে এগিয়ে আসতে হবে

বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ : নয়া দিগন্ত -

ভারতের মুসলমান হত্যা-নিপীড়ন, নারী ধর্ষণ, বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল জুমার নামাজ শেষে ঢাকার কামরাঙ্গীরচরে এ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তৃতায় দলের আমির মাওলানা আতাউল্লাহ বলেন, ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী গণতান্ত্রিক রাষ্ট্র নামে পরিচিত ভারতে রাষ্ট্রীয় ইন্ধনে চরমপন্থী হিন্দুরা সে দেশের সংখ্যালঘু মুসলমানদের হত্যা-নির্যাতন, নারী ধর্ষণ ও মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। সে দেশে মুসলমানদেরকে ইবাদতসহ ধর্মীয় রীতি-নীতি পালনে বাধা দেয়া হচ্ছে। গরু জবাই ও গোশত খাওয়ার কারণে পিটিয়ে হত্যা করে উল্লাস করছে। মুসলমানদেরকে হিন্দু দেবতার নামে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে, যা কোনো ধর্ম, জাতীয় ও আন্তর্জাতিক আইন সমর্থন করে না। ভারতের মুসলমানদের রক্ষায় বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় আরো বক্তৃতা করেনÑ দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, ইবরাহিম খলিল নোমানী প্রমুখ।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই ভারতে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক সহিংস ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ভারত শুধু হিন্দুদের দেশ নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সে দেশের নাগরিক। সংখ্যালঘু মুসলমানদের নাগরিক ও ধর্মীয় অধিকার খর্ব করে সংখ্যাগরিষ্ঠদের স্বেচ্ছাচারী শাসন বিশ্ববাসী মেনে নিতে পারে না। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সকল