১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাজিরায় ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

-

জাজিরায় পালাক্রমে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল দুপুর ১২টায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো শরীয়তপুরের জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের মৃত ওবায়দুল বেপারির ছেলে সুজন বেপারী (২৮) ও একই গ্রামের রহমান বেপারীর ছেলে শামীম বেপারী (২৬)।
জাজিরা থানা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ এপ্রিল রাত ১১টায় জাজিরা উপজেলায় কান্দি গ্রামের এক তরুণী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওঁৎ পেতে থাকা তিন বখাটে যুবক ওই তরুণীকে মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে যায়। এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই তরুণীর মা বাদি হয়ে তিনজনকে আসামি করে জাজিরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে জাজিরা থানা পুলিশ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন। মামলার অপর আসামি মোবারক বেপারীর ছেলে সুমন বেপারীর (৩৭) সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।
স্ট্রেট ডিফেন্স আইনজীবী অ্যাডভোকেট বজলুর রশিদ আকন্দ বলেন, আইনসিদ্ধভাবে এ রায় প্রদান করেননি। আসামিরা হাজির হলে আমরা উচ্চ আদালতে আপিল দাখিল করব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা হজরত আলী বলেন, আসামিরা জামিনে বের হয়ে প্রায় দুই বছর ধরে পলাতক রয়েছে। আসামিদের অনুপস্থিতিতে মামলার দুই আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল!

সকল