২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আর কোনো সরকারি কারখানা বেসরকারি খাতে দেয়া হবে না : শিল্পমন্ত্রী

-

নতুন করে আর কোনো সরকারি শিল্প কারখানা পরিচালনার জন্য বেসরকারি খাতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এসব কারখানার কোনো শ্রমিক চাকরি হারাবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কিভাবে লাভজনক করা যায় সে জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মো: আবদুল হালিম। সভায় করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। শিল্পমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদন ক্ষমতা ও পণ্যের মান বৃদ্ধির প্রতি আরো মনোযোগী হতে হবে।

আলোচনায় অংশ নিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্লোগান দিয়ে নয়, কাজের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশনের কর্মচারী ও শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিল্প এলাকায় নতুন আবাসিক ভবন নির্মাণ করা হবে।
শিল্পকারখানাগুলোর ব্যবস্থাপনার ধরন পরিবর্তনের আহ্বান জানিয়ে শিল্প সচিব বলেন, ভালো মানের পণ্য উৎপাদনের পাশাপাশি দক্ষ মার্কেটিং ও বিজনেস মডেল অনুসরণ করতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে সরকারি শিল্পকারখানার সক্ষমতার শতভাগ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সচিব।

 


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল