১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

হোলে আর্টিজান হামলার মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত

-

গুলশানের হোলে আর্টিজানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। গত সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো: মজিবুর রহমানের আদালতে চার পুলিশ সাক্ষ্য দেন। আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। আদালত আগামী ২৫ জুন বাকি সাক্ষীদের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলায় ২১১ সাক্ষীর মধ্যে এ নিয়ে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
গত সোমবার যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন পুলিশের এডিসি শাহেদ মিয়া, আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, কনস্টেবল অঞ্জন সরকার ও বাদশা।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলে আর্টিজানে হামলা চালিয়ে বিদেশী নাগরিকসহ ২০ জনকে হত্যা করে উগ্রবাদীরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অভিযানে পাঁচ উগ্রবাদী নিহত হন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। ২০১৮ সালের ২৬ নভেম্বর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


আরো সংবাদ



premium cement