২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
বগুড়া সদর উপনির্বাচন

ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করুন : সিরাজ

-

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও আসন্ন সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মো: সিরাজ বলেছেন, দেশের বর্তমান অবস্থার পরিবর্তন করতে হলে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। তিনিই পারবেন গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠা করতে। তাই আগামী ২৪ জুন ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করতে হবে। তিনি ভোটাধিকার প্রয়োগ করতে সদর আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি মঙ্গলবার ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ী আমতলা মোড়ে প্রথম পথসভায় বক্তব্য দেন। এরপর তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক নিয়ে শহরের ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ী, সবুজবাগ, মালগ্রাম মধ্যপাড়া, জিলাদারপাড়া, ১৪ নম্বর ওয়ার্ডের মালগ্রাম দক্ষিণপাড়া, গণ্ডগ্রাম, বিকেলে ৯ নম্বর ওয়ার্ডের খান্দার, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য দেন। তার সাথে প্রচারণায় অংশ নেন বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ-উন-নবী ছালাম, সিপার আল বখতিয়ার, মোশারফ হেসেন স্বপন, ময়নুল হক বকুল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, খাদেমুল ইসলাম, ফারুকুল ইসলাম, সোলায়মান আলী, মনজুরুল হক মুনজু প্রমুখ।
এ দিকে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর নেত্বত্বে একটি দল সদরের ফাপোর ও এরুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রুবেল, সৈয়দ জহরুল আলম, নাজমা আক্তার প্রমুখ।


আরো সংবাদ



premium cement