২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেট ক্লিন সিটি হোক একটি চক্র তা চায় না : মেয়র আরিফ

-

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা সড়ক দখলসহ নানা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সিলেটবিদ্বেষী। সিলেট একটি ক্লিন সিটি হোক তা তারা চায় না।
মেয়র গত সোমবার নগরীর শাহজালাল উপশহর এলাকায় প্রধান সড়কের পাশে গড়ে উঠা অবৈধ মাছ বাজার তুলে দেয়ার পর স্থানীয়দের উদ্দেশে এ কথা বলেন। এ মাছ বাজার সরিয়ে দেয়াতে ওই এলাকার যানজটসহ সড়কে চলাচলের ভোগান্তি নিরসন হয়েছে।
মাছ বাজার গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি এলাকার খাল খননেরও কাজ শুরু করেন মেয়র। এর আগে উপশহর এ, বি, ব্লকসহ সব ক’টি এলাকার রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি শাহজালাল উপশহর এলাকায় বাসাবাড়ি ভবনে অবৈধ পানির লাইন সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা আদায় করা হয়। অন্য এক অভিযানে এই এলাকার রাস্তার দুই পাশের অবৈধ বিল বোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।
অভিযানে সিসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, শামসুল হক পাটোয়ারী, ইসমাইলুর রহমান, উপসহকারী প্রকৌশলী এনামুল হক তরফদার, সুনীল মজুমদার, উপসহকারী প্রকৌশলী মো: তানভীর আহমদসহ (তানিম) অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement