২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গুটি কয়েক ব্যবসায়িক স্বার্থ রক্ষার বাজেট সুশীল ফোরাম

-

২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সুশীল ফোরামের সভাপতি মো: জাহিদ এক বিবৃতিতে বলেছেন, এই বাজেট জনবিরোধী। এতে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়বে। এই বাজেট জনগণের ক্ষতি করবে, দেশকে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাবে। এই বাজেটে জনগণের মালিকানা নেই, এই বাজেট একটি অদূরদর্শী দুর্বলভাবে প্রণীত, যাতে দেশের প্রকৃত সমস্যা মোকাবেলার কোনো চেষ্টা নেই। বর্তমানে যারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে এবং যারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে তাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এই সংসদ নির্বাচিত নয়। একটা অনির্বাচিত সরকারের বাজেট। এ বাজেটে নাগরিকদের ইচ্ছার প্রতিফলন হয়নি। দেশের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে এ বাজেট যে প্রণয়ন করা হয়নি এতে অবাক হওয়ার কোনো কারণ নেই। অবিলম্বে দেশে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান সুশীল ফোরামের সভাপতি মো: জাহিদ। তিনি বলেন, এমন কি আমদানি করা গুঁড়া দুধেও জনগণের ওপর ট্যাক্স বসানো হয়েছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement