২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বনশ্রীতে অভিনব কায়দায় নগদ অর্থ ও মোবাইল চুরি

-

নগরীর রামপুরা বনশ্রী এলাকায় দু’টি বাড়িতে গত শনিবার ভোরে অভিনব কায়দায় চুরি হয়েছে। সাহরির পর চোরের দল বনশ্রী বি ব্লকের ৫/১ রোডের ১৯ ও ২১ নং বাড়ির ৫ম তলায় আংটা বাধা বাঁশের কঞ্চির সাহায্যে মোবাইল ফোন ও নগদ টাকা জানালা গলিয়ে বের করে নিয়ে চম্পট দেয়। ভবন দু’টি পাশাপাশি। চোরের দল ভোরের দিকে ডিউটিরত সিকিউরিটির লোকদের চোখকে ফাঁকি দিয়ে পাইপ বেয়ে পঞ্চম তলা বরাবর ওঠে। ২১ নম্বর বাড়ির সুমনের বাসার জানালার কাচ ও পর্দা সরিয়ে দু’টি দামি মোবাইল নিয়ে যায়। এরপর তারা পার্শ্ববর্তী ১৯ নং ভবনের ৫ম তলার দৈনিক আজকের পত্রিকার সাবেক সাব-এডিটর নারী সাংবাদিক ফারজানা সুলতানা জবার ভ্যানিটি ব্যাগ বাঁশের কঞ্চির সাহায্যে জানালা গলিয়ে বের করে ওতে রাখা ১৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ওই রুমেই বাঁশের কঞ্চি তারা ফেলে যায়। এর মাথায় বাঁকানো তার বাঁধা ছিল। কৌশলে এর মাধ্যমে তারা জানালা পথে মালামাল ও কাপড়-চোপড় সরিয়ে নেয়। এই এলাকায় এই উৎপাত সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে। ওই ভবনসহ আরো কয়েকটিতে এর আগেও মোবাইল ফোন চুরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement