২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রমজানে এ পর্যন্ত কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি : ডিএমপি কমিশনার

মহাখালী বাস টার্মিনালে ট্রাফিক সচেতনতা সভায় বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া : নয়া দিগন্ত -

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘রমজানের ১৯ দিনে রাজধানীতে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে সজাগ থেকে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। যার কারণে মানুষ নিরাপত্তার সাথে গভীর রাত পর্যন্ত ঈদের কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারছেন। তবে সামনের দিনগুলোতে বিভিন্ন টার্মিনালে হকারের বেশে অজ্ঞান পার্টির লোকজন ঢুকতে পারে। তাদের বিষয়ে পুলিশের পাশাপাশি যাত্রী এবং পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত ট্রাফিক সচেতনতা সভায় তিনি এ কথা বলেন।
বাসের মালিকদের উদ্দেশে কমিশনার বলেন, মাদকাসক্ত কোনো চালক বা হেলপারের হাতে গাড়ি তুলে দেবেন না। কোনো চালককে বা হেলপারকে দেখার পর যদি আপনাদের মনে হয় সে মাদকাসক্ত তাহলে তার ডোপ টেস্ট করান। এ ব্যাপারে পুলিশ সার্বিক সহযোগিতা করব। এতে মাদকের কারণে সড়কে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে। তিনি আরো বলেন, ‘সরকারের পক্ষ থেকে বাসের যে ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে এর বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে নেয়া যাবে না। আর যদি কেউ এটি অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদযাত্রার সময় রাজধানীর যেসব পয়েন্ট হয়ে দূরপাল্লার যানবাহন বের হয় এবং প্রবেশ করেন সেগুলো ফাঁকা ও যানজটমুক্ত রাখতে হবে। তাহলে গাড়ি দ্রুত যাত্রী নিয়ে প্রবেশ করতে পারবে, বেরও হতে পারবে। এতে করে ঈদযাত্রার ভোগান্তি অনেকাংশে কমে আসবে।’


আরো সংবাদ



premium cement
রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

সকল