২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রধানমন্ত্রী আজ গাজীপুরের কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার উদ্বোধন করবেন

-

জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার দু’টি উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ওই ফ্লাইওভার দু’টির উদ্বোধন করবেন। এ সময় তিনি ওই মহাসড়কে ৩৩৭.৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অপর চারটি আন্ডারপাস ও দু’টি সেতুরও উদ্বোধন ঘোষণা করবেন। এর ফলে উত্তরবঙ্গের ২৩টি জেলার ১১৮টি রুটের পরিবহন যানজটমুক্ত পরিবেশের মধ্য দিয়ে চলাচল করবে। উদ্বোধনের পর থেকে এ সুবিধা ভোগ করবে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সড়ক সংযোগ প্রকল্পের প্রকল্প-১-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী জিকরুল হাসান সাংবাদিকদের জানান, বর্তমানে গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সংশোধিত প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের মেয়াদ ২০২০ সনে জুন পর্যন্ত। কিন্তু ইতোমধ্যে ৫৬ ভাগ কাজ শেষে হয়েছে। প্রকল্পের মেয়াদশেষের আগেই তথা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের পুরো কাজ শেষ করা সম্ভব হবে।


আরো সংবাদ



premium cement