২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নারী ও শিশু নির্যাতন রোধে তিন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ

-

নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন রোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছে মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল কমিটির বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে কমিটির সদস্য মো: শাহজাহান মিয়া, এ এম নাইমুর রহমান, ফজিলাতুন নেছা, শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং রাশিদা বেগম অংশগ্রহণ করেন।
সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নারী ও শিশু নির্যাতন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা বিধানে সবাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সামাজিকভাবে জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল