২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পল্লবীতে লাজ ফার্মার যাত্রা শুরু

-

রাজধানীর পল্লবীতে মডেল ফার্মেসি হিসেবে লাজ ফার্মার নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান সম্প্রতি এটির উদ্বোধন করেন। বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভের পাইলট প্রকল্পের আওতায় পল্লবীর লাজ ফার্মাকে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: মোস্তাফিজুর রহমান, লাজ ফার্মা ফ্র্যান্সাইজের উদ্যোক্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ, লাজ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান, মেডিসিন প্লাসের ব্যবস্থাপনা পরিচালক নওশীন শাকিলা বনি বক্তব্য রাখেন।
লাজ ফার্মা ও মেডিসিন প্লাসের যৌথ পরিচালনায় পল্লবীতে স্থাপিত এই ফার্মেসিতে ওষুধের গুণগত মান রক্ষা করে ন্যায্য মূল্যে গ্রাহক সেবার প্রতিশ্রুতি প্রদান করেন এর উদ্যোক্তারা। অনুষ্ঠানে ওষুধ প্রশাসনের মহাপরিচালক বলেন, আমাদের টার্গেট আছে প্রতি শহরে একটি করে মডেল ফার্মেসি করার। প্রতি ছয় হাজার মানুষের জন্য যেমন একটি কমিউনিটি ক্লিনিক আছে, ঠিক তেমনি ছয় হাজার মানুষের জন্য একটি মডেল ফার্মেসি করার একটি পরিকল্পনা আছে।
লাজ ফার্মেসির উদ্যোক্তা ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সেবা গ্রহীতাদের ওষুধ সেবনের ব্রিফিংয়ের জন্য ফার্মাসিস্ট ও যোগ্য সেলসম্যান রাখতে হবে। প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করা মোটেই উচিত নয়। লাজ ফার্মা সব সময় মানুষের সেবা প্রদানকারী ফার্মেসি হিসেবে জনগণের পাশে থাকবে।
লাজ ফার্মেসি দেশের সর্ববৃহৎ মানসম্পন্ন খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান। জরুরি ওষুধ সরবরাহের সুবিধার্থে ফার্মেসিটি ২৪ ঘণ্টা খোলা রাখার পরিকল্পনা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

সকল