২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ১ জুলাই

-

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে করা মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন ১ জুলাই দাখিল করা হবে। গতকাল এ মামলা সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন আদালতে দাখিল করেননি। সেজন্য ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার মামলার নথি পর্যালোচনা করে উপরোক্ত মর্মে তারিখ ধার্য করে। এ মামলার বাদি ছিল ব্যারিস্টার নাজমুল হুদা।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চেয়েছিলেন এস কে সিনহা। গত বছরের ২৭ সেপ্টেম্বর ঘুষ চাওয়ার অভিযোগ এনে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদি হয়ে শাহবাগ থানায় মামলা করেন।


আরো সংবাদ



premium cement