২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এসএসসি ও সমমানে পুনঃনিরীক্ষার আবেদন এক লাখ ৬৫ হাজারের বেশি

-

গত ৬ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সংক্ষুব্ধ হয়ে দেশের ৮টি সাধারণ বোর্ডে এক লাখ ৬৫ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করেছে। পরীক্ষার খাতা মূল্যায়ন চ্যালেঞ্জ করে এবার রেকর্ড সংখ্যক আবেদন করেছে শিক্ষার্থীরা। আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ কথা বলা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্তঃ বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক নয়া দিগন্তকে বলেন, আবেদনকারীর মধ্যে যারা এক বা দুই কম পাওয়ায় জিপিএ ৫ পায়নি তাদের সংখ্যা বেশি। এবার ঢাকা বোর্ডে গণিত ও ইসলাম ধর্মবিষয়ের ফলে আপত্তি জানিয়ে বেশি আবেদন জমা পড়েছে। তিনি জানান, পুনঃনিরীক্ষার আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ২ জুন।
সারা দেশের ১০টি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের সাথে আলাপ করে জানা গেছে, এবার ঢাকা বোর্ডে ৫৮ হাজার ৭০ জন, বরিশালে ৮ হাজার ৪৮০ জন, চট্টগ্রামে ১৯ হাজার ১৮৩ জন, দিনাজপুরে ১২ হাজার ৫৪০ জন, রাজশাহীতে ১৫ হাজার ১৭৩ জন, সিলেটে ১০ হাজার ৫৪১ জন, কুমিল্লা বোর্ডে ১৩ হাজার ২২৬ জন, মাদরাসা বোর্ডে ১১ হাজার ৭৪৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে।
অন্য দিকে একেকজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করায় উত্তরপত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, এ সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩৮ হাজার ৬২৯টিতে। এর মধ্যে ঢাকা বোর্ডে এক লাখ ৪০ হাজার ৯২৩টি, বরিশালে ১৫ হাজার ৫২৭টি, চট্টগ্রামে ৪৪ হাজার ২৯৭টি, দিনাজপুরে ২৬ হাজার ৯২৫টি, রাজশাহীতে ৩০ হাজার ২৩১টি, কুমিল্লায় ১৯ হাজার ২৬টি, সিলেটে ১৮ হাজার ৯১০টি, মাদরাসা বোর্ডে ২৩ হাজার ৭২৪টি এবং কারিগরি বোর্ডে ১৯ হাজার ৬৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে।

ঢাকা বোর্ড সূত্রে বলা হয়েছে, ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করা এক লাখ ৬৫ হাজার ৬৫৮ শিক্ষার্থীর মধ্যে ভিকারুন্নিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুলসহ দেশসেরা বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীও রয়েছে। ১২টি পত্রের মধ্যে একেকজন শিক্ষার্থীর সর্বনিম্ন দু’টি থেকে সর্বোচ্চ ৪-৫টি পত্র পুনঃনিরীক্ষার করার রেকর্ডও রয়েছে।


আরো সংবাদ



premium cement