১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`
সহকর্মীদের কর্মবিরতি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চিকিৎসক বরখাস্ত

-

গাজীপুর মহানগরের তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যৌন হয়রানির প্রতিবাদ করায় শিক্ষানবিস চিকিৎসকদের সংগঠন ইচিব’র সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন বহিষ্কৃত শিক্ষানবিস চিকিৎসকের সহপাঠী সহকর্মীরা। সোমবার স্থানীয় কুনিয়া তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষানবিস চিকিৎসকেরা জানান, যৌন হয়রানির প্রতিবাদ করায় প্রশাসনের রোষানলে পড়েছেন বুলবুল। কারণ ইভটিজার মামুন কলেজ কর্তৃপক্ষের আস্থাভাজন হওয়ায় তাকে শাস্তি না দিয়ে বুলবুলকে বরখাস্ত করা হয়েছে। তারা কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরোধিতা এবং ওই ইন্টার্ন চিকিৎসকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে এ আন্দোলন করছেন।
চিকিৎসক বুলবুল আহমেদ জানান, গত ফেব্রুয়ারিতে ওই প্রতিষ্ঠানে শিক্ষানবিস চিকিৎসক মামুন অপর এক নারী শিক্ষানবিস চিকিৎসককে বিভিন্নভাবে ইভটিজিং করেন। পরে তাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিষয়টি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নজরে এলে গত ২১ এপ্রিল বুলবুলকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়।
তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা: আব্দুল খালেক আকন্দ বলেন, মেডিক্যাল কলেজ শৃঙ্খলা কমিটি বুলবুলকে বরখাস্ত করেছে। তবে তিনি যদি পুনর্বিবেচনার আবেদন করেন শৃঙ্খলা কমিটি বিষয়টি বিবেচনা করবে। শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতির কোনো যৌক্তিকতা নেই। তাদের আন্দোলনে মেডিক্যাল কলেজে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি দাবি করেন।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২ আরো দুই সদস্য বাড়িয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে : মির্জা ফখরুল লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু ধূমপান করতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বড় বোনের বৌভাতের গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সকল