২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শ্রমিক ইমদাদুল হক হত্যার বিচার দাবি

-

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামে ইমদাদুল হক হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে ‘এলাকাবাসী ও আমরা গোপালগঞ্জের সন্তান সংগঠনের সদস্যরা। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইমদাদুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। হেলাল মুন্সীর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন : শফিকুল ইসলাম রইচ,আবুল কাশেম, বিল্লাল মীর, সাইফুজ্জামান সাগর প্রমুখ।
বক্তারা বলেন, গত ১২ এপ্রিল পাইককান্দি ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে হত্যা করা হয় ইমদাদুলকে। এরপর তার লাশ আগুনে পুড়িয়ে দেয়া হয়। ইমদাদুল ঘোড়াদাইড় এমএসবিআই ইটভাটার শ্রমিক ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, ওই ইটভাটা ও মাদক ব্যবসায় কেন্দ্রিক ঝামেলা নিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। তারা দ্রুত এই ঘটনায় জড়িত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই অন্য আসামিদের গ্রেফতার করা হবে।


আরো সংবাদ



premium cement