১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

পরিচ্ছন্নতাই স্বাস্থ্যসেবার প্রধান অংশ : মেনন

-

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, পরিচ্ছন্নতাই স্বাস্থ্যসেবার প্রধান অংশ। হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ থাকলে চিকিৎসাসেবা উন্নত করা সম্ভব হয়।
গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ আয়োজিত জাতীয় স্বাস্থ্যসেবা উপলক্ষে রাশেদ খান মেনন তার বক্তৃতায় এ কথা বলেন।
মেনন আরো বলেন, ডাক্তার-কর্মচারীসহ সবাইকে এ ব্যাপারে মনোযোগী হতে হবে। হাসপাতালের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনগুলোকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানবতাবোধে জাগ্রত হতে হবে।
ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন : বিএমএর সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: শফিকুল আলম চৌধুরী, ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: আবু ইউসুফ ফকির, সাধারণ সম্পাদক ডা: দেবেশ চন্দ্র তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোটেক আবদুল হামিদ ও ঢাকা মেডিক্যাল কলেজ চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।


আরো সংবাদ



premium cement