২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান

-

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল সোমবার রাতে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে আট দিনের সরকারি সফরে কঙ্গো ও দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে তিনি উভয় দেশে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টগুলো পরিদর্শন এবং সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান উভয় মিশনে নিয়োজিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাত করবেন। কঙ্গোতে তিনি ফোর্স কমান্ডার ও ডেপুটি এসআরএসজির সাথে সৌজন্য সাক্ষাত এবং ইতুরি প্রদেশের গভর্নরের সাথে মতবিনিময় করবেন। এ ছাড়াও, দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্সের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
সেনাবাহিনী প্রধান আগামী ২৭ এপ্রিল দেশে ফিরবেন। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement