১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
তফসিল-১১৭ : বাতিল-৩, স্থগিত-১

উপজেলা নির্বাচনের ফল : বিজয়ী হলেন যারা

আওয়ামী লীগ : ৭০; আ’লীগ বিদ্রোহীসহ অন্যান্য : ২৩
-

তৃতীয় ধাপে গতকাল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ ৭০টিতে এবং ২৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন।
মেহেরপুর সংবাদদাতা জানান, মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিরুল ইসলাম (কাপ-পিরিচ) পেয়েছেন ২৭ হাজার ৮৬৬ ভোট।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান মো: হাজী হাফিজুর রহমান (কাপপিরিচ) ৩২ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী গোলাম মর্তুজা (মোটরসাইকেল) পেয়েছেন ১৮ হাজার ২৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মো: আবদুস সালাম ঈসা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আয়েশা সুলতানা লাকি।
কুষ্টিয়া সংবাদদাতা জানান, দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট এজাজ আহমেদ (মামুন) জয়লাভ করে।
ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো: আক্তারুজ্জামান মিঠু জয়লাভ করে।
মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামারুল আরেফিন জয়লাভ করে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল মান্নান খান জয়লাভ করেন। খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সদর উদ্দিন খান জয়লাভ করে।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ২১ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মেসবাহুর রহমান মঞ্জু পেয়েছেন ৩৫ হাজার ৮০১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নিরঞ্জন মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার জেসমিন নির্বাচিত হয়েছেন।
লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, জেলার পাঁচটি উপজেলার নির্বাচনে নৌকা দু’টিতে আর স্বতন্ত্র তিনটিতে বিজয়ী হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট রহমতউল্যাহ বিপ্লব, (বৈদ্যুতিক বাল্ব) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা আক্তার নির্বাচিত হন।
রায়পুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মারুফ বিন জাকারিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজী মাজেদা বেগম নির্বাচিত হয়েছেন।
রামগঞ্জে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাইয়া আক্তার শিউলী নির্বাচিত হয়েছেন।
কমলনগর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক সাগর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার রক্সি নির্বাচিত হয়েছেন। রামগতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রাহিদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ফারুক নির্বাচিত হয়েছেন।
মাগুরা সংবাদদাতা জানান, মাগুরা সদর উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী আবু নাসির বাবলু নির্বাচিত হয়েছেন।
শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহামুদুল গনি শাহিন । শালিখা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন জয় লাভ করেন। মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবদুলাহেল কাফি বিজয়ী হয়েছেন।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, রাজাপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মনিরউজ্জামান আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জিয়া হায়দার খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা আক্তার লাইজু নির্বাচিত হয়েছেন।
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা জানান, মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে পঞ্চমবারের মতো মো: সাইফুল ইসলাম খান বীরু, ভাইস চেয়ারম্যান পদে এম এস ইকবাল আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরুজা সুলতানা রুবী নির্বাচিত হয়েছেন।
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ সভাপতি এ কে এম মিরাজ হোসেন লালন ফকির (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ১৮ হাজার ৪২ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেত্রী রুনা আক্তার (ফুটবল) প্রতীকে ১৫ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু (তালা) প্রতীকে ১৬ হাজার ৭৪৫ ভোট ও ছন্দা আচার্য (হাঁস) প্রতীকে পাঁচ হাজার ৯৪২ ভোট পান।
এ ছাড়া চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক সাবেক উপেজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদাদাতা জানান, কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইয়াছির মিয়া নৌকা প্রতীক নিয়ে ৪০ হাজার ৬৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান মানিকগঞ্জের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দু’টি ও স্বতন্ত্র একটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দৌলতপুরে নুরুল ইসলাম রাজা নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ১৬৫ ভোট। তার নিকতম প্রার্থী আবদুল কাদের আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ২০০ ভোট।
ঘিওরে হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯২৯ ভোট। সিংগাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান হান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪৮২ ভোট। এ ছাড়াও ঘিওর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জয়ী ইশতিয়াক আহমেদ শামীম। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কাজী মাহেলা।
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে মো: আবুল কালাম আজাদ (নৌকা) ৪৩ হাজার ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খোদেজা বেগম বিজয়ী হয়েছেন।
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চার উপজেলার মধ্যে দু’টিতে আওয়ামী লীগ ও দু’টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মো: তারেফুজ্জামান জানান, কালিয়াকৈর উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) কামাল উদ্দিন সিকদার বিজয়ী হয়েছেন।
শ্রীপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সামসুল আলম প্রধান (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) বিজয়ী হয়েছেন।
কাপাসিয়ায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান বিজয়ী হয়েছেন। কালীগঞ্জে আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন পলাশ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।


আরো সংবাদ



premium cement