২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দানবদের কারণেই সড়কে প্রাণ ঝরছে : রিজভী

-

সরকারপ্রধানের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিটি জায়গায় দানবদের দায়িত্ব দেয়ার কারণে গাড়িচাপায় শিক্ষার্থীদের একের পর এক প্রাণ দিতে হচ্ছে। রাজধানীতে গতকাল সকালে তাঁতী দল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, প্রত্যেক জায়গায় আপনি দানবদেরকে দায়িত্ব দিয়েছেন। শিশুর রক্ত যারা পান করে, কিশোরের রক্ত যারা পান করে তাদেরকেই আপনি মন্ত্রী বানিয়েছেন, তাদেরকেই দায়িত্ব দিয়েছেন। এর আগে জাবালে নূর বাসের নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থীর জীবন গেল। এরপরে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ল নিজের অধিকারের জন্য।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি আবদুল আলী মৃধার মৃত্যুতে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়। এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
রিজভী বলেন, সড়কে জীবনের নিরাপত্তার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করল। সেই আন্দোলনের মধ্যে পুলিশ, র্যাব ঝাঁপিয়ে পড়েছিল। গত মঙ্গলবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার মারা গেল সুপ্রভাত বাসের নিচে চাপা পড়ে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি আগে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে বলেছিলেন পদক্ষেপ নেয়া হবে।
এরপর যানবাহন ব্যবস্থাপনার জন্য শাহজাহান খানকেই আপনি দায়িত্ব দিলেন। যার জন্য সড়কে এত প্রাণ ঝরছে। আপনি সেই শাজাহান খানকেই বিচার করতে দিলেন। বাহ! শেখ হাসিনা। এটি হতে পারে না।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও সরকার তা নেয়নি। তাই থামছে না নৈরাজ্য। প্রতিটি মানুষ আতঙ্কে ভুগছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা থাকে না। তারা নিরাপত্তার দাবিতে আন্দোলন করল আর সেই আন্দোলনে পুলিশ, র্যাব ঝাঁপিয়ে পড়ল।


আরো সংবাদ



premium cement
প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর যুক্তরাষ্ট্রে বিদেশী : ১ মেক্সিকো, ২ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যাবে না ভারত!

সকল