২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় জাতীয় কিরাত প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন ৪ কারি

-

দেশব্যাপী চলছে জাতীয় কিরাত প্রতিযোগিতাÑ আমান সিম সাওতুল কোরআনের প্রতিভাবান কারিদের খুঁজে বের করার প্রাথমিক প্রয়াস ‘অডিশন রাউন্ড’। গতকাল নগরীর তালুকদার কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রজাপতি মিডিয়া আয়োজিত এ প্রতিযোগিতায় চারজনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়েছে। ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেনÑ খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী আরাফাত ইসলাম ফয়সাল, দারুল উলুম মাদরাসার হাবিবুর রহমান রুম্মান, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার সাঈদ আহমাদ এবং মো: মুহিব্বুল্লাহ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন মাওলানা সোলাইমান হোসাইন, হাফেজ কারি মাসউদুর রহমান, কারি লোকমান হোসাইন ও রবিউল ইসলাম ফয়সাল। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমান সিমেন্ট মিলস লিমিটেডের ডিজিএম (বিক্রয় ও বিপণন) মুহাম্মদ আরিফ উল আলম ও বিশেষ অতিথি ছিলেন আমান সিমেন্ট খুলনা জোনের ডেপুটি ম্যানেজার মো: আনোয়ার হোসেন শরীফ এবং আমান সিম খুলনার ডিলার শেখ মামুনুর রশীদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজাপতি মিডিয়া লিমিটেডের সহকারী পরিচালক অপু চন্দ্র সরকার। পরে সম্মানিত অতিথি ইয়েস কার্ডপ্রাপ্তদের হাতে ইয়েস কার্ড তুলে দেন। প্রসঙ্গত, জাতীয়পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর জন্য ঢাকা টুরিস্টের সৌজন্যে কক্সবাজার ভ্রমণ এবং অংশগ্রহণকারী সব কারির জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।


আরো সংবাদ



premium cement