২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অসচ্ছলদের মধ্যে চট্টগ্রাম সমিতি ঢাকার ভ্যান বিতরণ

-

চট্টগ্রাম সমিতি ঢাকা বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৮৫ জন অসচ্ছল ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান বিতরণ করেছে। গতকাল সকাল ১০টায় চট্টগ্রামের শহীদ সাইফুদ্দিন খালেদ রোডের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রে ভ্যানগুলো বিতরণ করা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল ফালাহ মসজিদ, চট্টগ্রামের খতিব কারি সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: আবদুল মাবুদ, স্বাগত বক্তব্য রাখেন স্বনির্ভর কর্মসূচির আহ্বায়ক ও সমিতির সহসভাপতি জয়নুল আবেদিন জামাল।
প্রধান অতিথির বক্তব্যে কারি সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন চট্টগ্রাম সমিতি-ঢাকার জাকাত ফান্ড গঠনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, ১০৭ বছর বয়সী ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা প্রতিষ্ঠার পর থেকে সমাজসেবা অব্যাহত রেখেছে।
স্বাগত বক্তব্যে সমিতির সহসভাপতি ও স্বনির্ভর কর্মসূচির আহ্বায়ক জয়নুল আবেদিন জামাল বলেন, চট্টগ্রাম সমিতি-ঢাকা সমাজসেবার একটি রোল মডেল।
সাধারণ সম্পাদক মো: আবদুল মাবুদ বলেন, ২০১৪ সাল থেকে চট্টগ্রাম সমিতি-ঢাকার জাকাত ফান্ডের আওতায় স্বনির্ভর কর্মসূচি গ্রহণ করেছে।
স্বনির্ভর কর্মসূচির সদস্য সচিব এবং সমিতির স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মো: মামুনুর রশীদ রাসেল চট্টগ্রাম সমিতির জাকাত ফান্ডে দান করার জন্য সমাজের বিত্তশালী ও সমিতির জীবন সদস্যদের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের ভাইস-চেয়ারম্যান ড. দীপক কান্তি চৌধুরী, সদস্য সামিনা ইসলাম, সমিতির হাসপাতাল কমিটির সদস্যসচিব মো: মহিউল ইসলাম মহিম, নির্বাহী পরিষদের সহসভাপতি মো: গিয়াস উদ্দিন খান, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক মো: ফরিদুল আলম, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী, নির্বাহী সদস্য প্রকৌশলী তাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, মো: কামাল হোসেন তালুকদার, মো: গিয়াস উদ্দীন চৌধুরী, মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, আবরাজ নুরুল আলম ও জীবন সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল