২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে সাতজনের বাড়ি নোয়াখালী

-

ঢাকার চকবাজারে আগুনের ট্র্যাজেডির ঘটনায় নিহতদের অনেকের বাড়ি নোয়াখালী। তাদের মধ্যে একই পরিবারের দু’জনসহ সাতজনের পরিচয় পাওয়া গেছে। এ দিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
বুধবার রাতে অগ্নিকাণ্ডে নিহত আলী হোসেনের (৬৭) গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পশ্চিম নাটেশ্বর গ্রামের মিন হাজি বাড়িতে। সে মৃত বুলু মিয়ার ছেলে। আলী হোসেন চকবাজারের একটি ব্যাগের কারখানায় কর্মচারী ছিলেন। পাঁচ মেয়ে ও তিন ছেলের জনক আলী হোসেনই আয়ের একমাত্র উৎস। তার ছেলে মাসুদ রানা জানান, তার বাবা চকবাজারে দেনার টাকা পরিশোধ করতে এসে আগুনে দগ্ধ হয়ে মারা যান। একই উপজেলার ঘোষকামতা গ্রামের সহোদর ভাই শাহাব উদ্দিনের ছেলে চুড়িহাট্টার মোবাইল ব্যবসায়ী মাসুদ রানা (৩৫) ও রাজু (২৮)। তারা দুই ভাই মোবাইল ব্যবসায় করতেন এবং পরিবার নিয়ে ঢাকায় বাস করে আসছিলেন। তাদের মধ্যে মাসুদ রানা এক সন্তানেরজনক আর রাজু গত ২৮ জানুয়ারি বিয়ে করেন। ঘটনার সময় তারা দুই ভাই ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তারা দুই ভাই মারা যান। উপজেলার মির্জানগর গ্রামের আব্দুর রহিম বিএসসির ছেলে দুই সন্তানের জনক আনোয়ার হোসেন মঞ্জু (৩০)। তিন চুড়িহাট্টা হায়দার মেডিক্যালের মালিক। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। এ সময় দোকানে আটজন ছিল সবাই এ ঘটনায় মারা যান বলে নিহতের চাচা ফখরুল ইসলাম জানান। মির্জানগর গ্রামের চকবাজারের ব্যবসায়ী হিরা (৩৫) ও একই গ্রামের গাউছ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৫), সৈয়দ আহমেদের ছেলে হেলাল (৩৫) এ ঘটনায় মারা যান। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মা-বাবা ও স্বজনের কান্না যেন থামছেই না।


আরো সংবাদ



premium cement

সকল