২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীতে আট কোচিং সেন্টারকে জরিমানা ও সিলগালা

-

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসএসসি পরীক্ষার সময় কোচিং চালু রাখার অপরাধে আট কোচিং সেন্টারকে জরিমানা ও সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাজধানীর দনিয়া ও শনির আখড়ায় এ অভিযান চালায় র‌্যাব-১০। এ সময় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিত ও পদার্থবিদ্যার দুই শিক্ষক মোশারফ হোসেন ও গোলাম মাওলার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম। এ সময় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো: আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি আশরাফি তানজিনা বলেন, পরীক্ষার সময় কোচিং চালু রাখার অপরাধে দক্ষিণ দনিয়ার প্রিভেইল কোচিং সেন্টার ও যাত্রাবাড়ীর সমীকরণ কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই এলাকার চ্যালেঞ্জার কোচিং সেন্টার, জেনুইন কোচিং সেন্টার ও বেস্ট কোচিং সেন্টারকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। শনির আখড়ার ফরম্যাট কমার্স কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা, দক্ষিণ দনিয়ার ফরম্যাট একাডেমি কোচিং সেন্টারকে ৫০০ এবং এম আর কোচিং সেন্টারকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কোচিং সেন্টারগুলো সিলগালা করে দেন আদালত।


আরো সংবাদ



premium cement