২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পল্টনে পুলিশের ওপর হামলা : ছাত্রলীগ নেতাসহ আটক ১৭

-

পুলিশের ওপর হামলার অভিযোগে রাজধানীর পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরণসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত রাতে পুরানা পল্টনে আজাদ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজাদ সেন্টারে বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে সন্ধ্যায় মিরণ ও তার সঙ্গীদের সাথে আরেক পরে মারামারি থামাতে গেলে পুলিশের ওপর হামলা করে তারা। এ সময় সেখান থেকে মিরণসহ উভয় পরে ১৭ জনকে আটক করে থানায় আনা হয়।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন জানান, তুহিন নামে একজনের কাছ থেকে পাওনা টাকা আদায় করার জন্য এক ব্যক্তির প হয়ে মিরণসহ কয়েকজন আজাদ সেন্টারে গিয়েছিল। সেখানে দুই পরে মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের ওপর চড়াও হয় মিরণের সঙ্গীরা। তুহিন পুলিশের কাছে অভিযোগ করেছে, মিরণের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তার কাছে চাঁদা চাইতে এসেছিল। পুলিশ কর্মকর্তা বলেন, দুই পরে অভিযোগ খতিয়ে দেখা হবে। যে দোষী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পল্টন থানার ওসি জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে। এতে তিনজন আহত হয়। এ ঘটনায় ছাত্রলীগের মিরণসহ কয়েকজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা এবং মারধরের ঘটনায় মামলা করা হবে।
রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান থানায় কর্তব্যরত ডিউটি অফিসার। তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। ঘটনা চাঁদাবাজি নয় দাবি করে তিনি বলেন, লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। থানায় বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement