১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় ইজি বাইকের লাইসেন্স কার্যক্রম শুরু

-

খুলনা মহানগরীতে ইজিবাইক চলাচলের অনুমতি প্রদানসংক্রান্ত আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। চার বছর পর ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল সকাল ১০টায় নগর ভবনে চালকের হাতে ফরম তুলে দেয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার এস কে এম তাছাদুজ্জামান বলেন, নগরীতে মালিক-চালকদের বিষয়টি অবগত করতে মাইকিং চলছে। মোট ১০ হাজার ফরম বিক্রির টার্গেট নেয়া হয়েছে। ফরম বিক্রি শেষে যাচাই-বাছাই করে সিটি মেয়রের মাধ্যমে প্রকৃত মালিক-চালকদের হাতে অনুমতিপত্র তুলে দেয়া হবে। কেসিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইজি বাইক মালিক-চালকেরা। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন নগরবাসী।
উল্লেখ্য, ২০১৬ সালের ১১ মে খুলনার তৎকালীন বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইজি বাইক নিয়ন্ত্রণে প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর নগর ভবনে সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, কেএমপির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।


আরো সংবাদ



premium cement