২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

উৎসে কর ছাড় সুবিধা ৩ জানুয়ারি থেকে কার্যকর

-

তৈরী পোশাক শিল্পে উৎসে কর ছাড় সুবিধা চলতি বছরের ৩ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শতভাগ রফতানিমুখী শিল্পে শূন্য দশমিক ২৫ শতাংশ ‘উৎসে কর’ নির্ধারণ করে বছরের শুরুতে প্রজ্ঞাপন জারি করে কর প্রশাসন। কিন্তু কবে থেকে এই কর ছাড় সুবিধা কার্যকর হবে প্রজ্ঞাপনে সেটি উল্লেখ না থাকায় উৎসে কর কাটা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর ৩ জানুয়ারি থেকে কর ছাড় সুবিধা কার্যকর করার তথ্য জানিয়েছে।
এনবিআর আয়কর বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল জানান, ‘প্রজ্ঞাপনে উৎসে কর ছাড় সুবিধা কবে থাকে কার্যকর হবে, সেটি উল্লেখ না থাকায় ব্যাংকগুলোর মধ্যে কর ছাড় সুবিধায় উৎসে কর কাটা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। কবে উৎসে কর কাটা হবে সেটি তারা জানতে চেয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে ৩ জানুয়ারি থেকে উৎসে কর কাটার কথা জানিয়েছি।’ শিগগিরই এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হবে বলে তিনি জানান।
এনবিআরের এই কর্মকর্তা বলেন, প্রজ্ঞাপনে যদি সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকে, তাহলে সাধারণত যেদিন প্রজ্ঞাপন জারি হয় ওই দিন থেকে ওই আদেশ কার্যকর হওয়ার কথা। উৎসে কর কমানোর এই প্রজ্ঞাপনটি গত ৩ জানুয়ারি জারি করা হয়। এ জন্য আমরা ব্যাংকগুলোকে প্রজ্ঞাপন জারি হওয়ার তারিখ থেকে কর ছাড় সুবিধায় উৎসে কর কাটার মৌখিক নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, ৩ জানুয়ারির ওই প্রজ্ঞাপনে পাটপণ্য ছাড়া সরধরনের পণ্য রফতানির ক্ষেত্রে উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করা হয়। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর আরেকটি প্রজ্ঞাপনে এসব পণ্যে আগামী ৩০ জুন পর্যন্ত উৎসে কর শূন্য দশমিক ৬০ শতাংশ করা হয়। জানুয়ারি মাসে যে প্রজ্ঞাপন জারি করা হয়, তাতে এই উৎসে কর কবে থাকে কার্যকর হবে সেটি স্পষ্ট করে বলা ছিল না। শুধু বলা হয়েছে, শূন্য দশমিক ৬০ শতাংশের স্থলে শূন্য দশমিক ২৫ শতাংশ হবে।
কয়েক বছর ধরে তৈরী পোশাকসহ বিভিন্ন খাতের রফতানিকারকদের উৎসে কর দিতে হচ্ছে। এনবিআরের আয়কর অধ্যাদেশে তৈরী পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ। কিন্তু তিন বছর ধরে প্রতি বছর প্রজ্ঞাপন দিয়ে তৈরি পোশাক রফতানিকারকদের উৎসে কর কমিয়ে নির্ধারণ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি!

সকল