২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভূমিমন্ত্রীর উদ্যোগকে সময়োচিত বললেন বিশিষ্টজনেরা

-

ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতার আওতায় আনতে মন্ত্রণালয়ের ও দেশের সব ভূমি অফিসের কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়ার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশনাকে সময়োচিত উল্লেখ করে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের পক্ষে বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে তাদের এ অভিমত জানান।
বিবৃতিদাতারা হলেনÑ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন নাগরিক সমন্বয় সেলের পে এর সভাপতি কামাল লোহানী, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তবারক হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত ও প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, অধ্যাপক ড. আবুল বারকাত প্রমুখ।


আরো সংবাদ



premium cement