১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সংরক্ষিত নারী আসনে আ’লীগের ফরম বিক্রি শুরু

-

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, প্রতিটি ফরমের জন্য নেয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে।
৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরতি। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরতি আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে।


আরো সংবাদ



premium cement