২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২৮ ফেব্র“য়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেবো : ভূমিমন্ত্রী

-

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছি। মন্ত্রণালয়ের অধীন সব দফতরে কাজের স্বচ্ছতার জন্য সারপ্রাইজ ভিজিট করতে হবে। কাজের স্বচ্ছতার মধ্য দিয়ে মন্ত্রণালয়কে টপ লাইনে নিতে হবে।
মন্ত্রী গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে আগের মতো অনিয়ম নেই। আমি উদ্যোগ নিয়েছি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ডাটাবেজ করে ২৮ ফেব্র“য়ারির মধ্যে সম্পদের হিসাব নেবো। আমি অনিয়ম-দুর্নীতি পছন্দ করি না। কোনো বদনামের অংশীদার হতে চাই না। সরকার অনিয়ম-দুর্নীতির বিষয়ে জিরোটলারেন্স।
চট্টগ্রামে চলমান নানা উন্নয়নের কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, টানেল নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কাজে স্বচ্ছতার জন্য স্পটে গিয়ে জমির মালিকদের চেক হস্তান্তর করব। এ বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সেক্রেটারি শুকলাল দাস, সাবেক সভাপতি আলী আব্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সেক্রেটারি হাসান ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement