২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
হোমনায় ১৪৪ ধারা জারি

ধানের শীষে ভোট দেয়া জনগণের নৈতিক দায়িত্ব : ড. মোশাররফ

-

হোমনা উপজেলা প্রশাসন হঠাৎ করে ১৪৪ ধারা জারির মাধ্যমে গতকাল বিকেলে চান্দেরচর ইউনিয়নের বাঘের বাজার ও রামকৃষ্ণপুরে বিএনপির পূর্বনির্ধারিত দু’টি সমাবেশ বন্ধ করে দিয়েছে। ফলে ওই দু’টি সমাবেশে বক্তৃতা করতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ ও ২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির সমাবেশ এলাকায় ১৪৪ ধারা জারি করায় ড. খন্দকার মোশাররফ হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের পক্ষপাতিত্ব আচরণে এটা পরিষ্কার যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচন হবে কি না? এ নিয়ে জনগণ শঙ্কিত।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ড. মোশাররফ কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলার ঘাগুটিয়া ও দুলালপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগকালে দড়িরচর বাজার, দুলালপুর, মাধবপুর বাজার ও দৌলতপুরে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় বক্তৃতা করেন। লোকেলোকারণ্য পথসভাগুলো বিশাল জনসভায় রূপ নেয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement