১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সালমান শাহের মৃত্যু পুনঃতদন্ত প্রতিবেদন ১৮ ফেব্রæয়ারি

-

চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ফেব্রæয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ৭ ডিসেম্বর পিবিআইকে পুনঃতদন্তের জন্য নির্দেশ দেন আদালত। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ওই সময় এ বিষয়ে অপমৃত্যর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
১৯৯৭ সালের ২৪ জুলাই সালমান শাহকে হত্যা করা হয়েছে এই মর্মে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। আদালত অপমৃত্যুর মামলার সাথে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি এক সাথে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন।
সালমান শাহের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চ‚ড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।
চ‚ড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement