২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নির্বাচনে আরএসএস-এর এজেন্ট কাদিয়ানীদের বর্জন করুন : ওলামা লীগ

-

নির্বাচনে আরএসএস এজেন্ট, কাদিয়ানী ও স্বাধীনতাবিরোধীদের বয়কট করা, ইসলামবিদ্বেষী ওয়েব সাইট বন্ধ, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবির প্রতিবাদসহ ১৩ দফা দাবিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল ১০টায় জাতীয় প্রেস কাবের সামনে মানববন্ধনে উত্থাপিত অন্যান্য দাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি প্রোগ্রাম, রেডিও প্রোগ্রাম, ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোনো বিষয় প্রচার, প্রকাশ ও প্রদানকারীদের মৃত্যুদণ্ড প্রদান।
মানববন্ধনে বক্তারা বলেন, পাঠ্যপুস্তক থেকে ইসলামি শিক্ষা তুলে দেয়ায় শিক্ষার্থীরা বল্গাহারা জীবন বেছে নিচ্ছে। তাই মাদকসেবী ঐশী তৈরি এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা প্রতিরোধে ইসলামের শিক্ষা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে। দেশ ও ইসলামের স্বার্থে ভারতীয় সন্ত্রাসী সংগঠন আরএসএস-এর প্রেসক্রিপশনে বাংলাদেশ বিরোধী মোসাদ এজেন্ট ও উগ্র হিন্দুদের ভোট দানে বিরত থাকতে হবে। যেখানে বাংলাদেশে কোনো মুসলিম মন্ত্রণালয় নেই, সেখানে সাম্প্রদায়িক হিন্দুদের সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি কট্টর সাম্প্রদায়িকতা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি হাফেজ আবদুস সাত্তার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল জলীল, হাফেজ মোস্তফা চৌধুরী বাগেরহাটী, মাওলানা শোয়াইব প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement