২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নতুন প্রজন্মের সন্তানেরাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে চসিক মেয়র

-

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত দেশে পরিণত করার দায়িত্ব হচ্ছে এ প্রজন্মের সন্তানদের। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আসীন করবে। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরীর ফয়’স লেকের পাশের বধ্যভূমিতে শহীদ স্মৃতি মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
এ সময় সিটি মেয়রের সাথে চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ ও চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, সিটি মেয়রের একান্ত সচিব মুফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ১৪ ডিসেম্বর যাদেরকে হত্যা করা হয়েছে, তারা প্রত্যেকেই দেশের সূর্য সন্তান। মেধাবী সন্তানদের হত্যা করাই বর্বর পাকিস্তানি এবং তাদের দোসরদের প্রধান লক্ষ্য ছিল।

 


আরো সংবাদ



premium cement

সকল