২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অবজার্ভা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সেন্টারের পরিচালক আমিনুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

-

নারী লোভী প্রতারণা ও অর্থ আত্মসাৎকারীর নাম আমিনুর রহমান। তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে। গতকাল ওয়ারী থানার মামলায় তার বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম কনক বড়–য়া গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আসামি আমিনুর রহমানের বিরুদ্ধে ওয়ারী থানার মামলা নং-১৮(৮)১৮ স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে প্রতারণা করে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়। অতঃপর টাকা না দেয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অবজার্ভা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সেন্টার ও কোচিং সেন্টারের নামে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে নারীদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং তাদের সাথে প্রেমের অভিনয় করে বিয়ে করে। অতঃপর তালাক দেয়। সম্প্রতি তার ১মা স্ত্রী ফারহানা জামানের সাথে বিয়ের পর তার ২টি কন্যাসন্তান হয়। ১টির বয়স ৭ বছর অপরটি বয়স ৫ বছর। গতকাল ফারহানা জামান আদালতে উপস্থিত সাংবাদিকদের বলেন, এই প্রতারক তাকে তালাক দেয় এবং তালাকের পর আরো ২টি বিয়ে করে কোচিং সেন্টারের নামে মেয়েদেরকে ফুসলিয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। অতঃপর ধরা পড়ার পর চেক দেয় চেকগুলো ডিজঅনার হওয়ায় তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে সিআর মামলা নং-২২৮/১৬, সি.আর মামলা নং-২২৯/১৬, সি.আর মামলা নং- ৬৬৪/০৫ মামলা হয়।


আরো সংবাদ



premium cement