২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
নিজস্ব প্রতিবেদক

হিরো আলমের রিটের শুনানি আজ

-

বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের দায়ের করা রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার।
গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হিরো আলম হাইকোর্টে রিটটি করেন। হিরো আলমের আইনজীবী মো: কাওসার আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং অফিসার হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ১০ জনের স্বারে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম।
গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। সে সময় এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।


আরো সংবাদ



premium cement