২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি না করার অঙ্গীকার

-

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ভারপ্রাপ্ত মেয়র মো: জামাল মোস্তফার নেতৃত্বে গতকাল বেলা সোয়া ১১টায় এই শোভাযাত্রা গুলশানস্থ নগর ভবন থেকে শুরু করে গুলশান-২ গোল চত্বর হয়ে নগর ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক সংপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মো: জামাল মোস্তফা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, নাগরিকরা বিভিন্ন সেবা নিতে সিটি করপোরেশনে আসেন, তাদের কোনো ধরনের হয়রানি কিংবা অবৈধ অর্থ লেনদেন ব্যতিরেকে সেবা প্রদান করা প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নৈতিক দায়িত্বও বটে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা অবলম্বন করার কথা তিনি স্মরণ করিয়ে দেন। আলোচনা শেষে ভারপ্রাপ্ত মেয়র উপস্থিত সব কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
এতে ডিএনসিসির বিভিন্ন কাজে দুর্নীতি না করার অঙ্গীকার করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়াসহ অন্য কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই কার্যক্রম আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে পালন করা হয়।


আরো সংবাদ



premium cement