১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৬তম জন্মদিন আজ

-

তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের কাল বৃহস্পতিবার ৫৬তম জন্মদিন। এ উপলক্ষে ম্যাজিক লুণ্ঠন, বাংলাদেশ সাহিত্য পরিষদ ও পারফর্মি আর্ট সেন্টারের উদ্যোগে আগামী ২৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। রেজাউদ্দিন স্টালিন বাংলাভাষার একজন শক্তিমান কবি। তার কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫টি। কবিতার অ্যালবাম পাঁচটি। প্রদীপ ঘোষের কণ্ঠে কবিতা আবৃত্তির অ্যালবাম ‘আবার একদিন বৃষ্টি হবে’। তার কবিতা পৃথিবীর বেশ ক’টি গুরুত্বপূর্ণ ভাষায় অনূদিত হয়েছে। বাংলা একাডেমি পুরস্কার, মধুসূদন পুরস্কার, দার্জিলিং নাট্য চক্র পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন তিনি।
জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজী। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সম্মানিত অতিথি থাকবেন নাসির এ চৌধুরী, প্রধান উপদেষ্টা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, সৈয়দ আলমগীর নির্বাহী পরিচালক এ সি আই গ্রুপ, কবি আসাদ চৌধুরী, কবি কাজী রোজী, সংসদ সদস্য, কবি আল মুজাহিদী, কবি রবিউল হুসাইন, কবি মানিক মোহাম্মদ রাজ্জাক-নির্বাহী পরিচালক নজরুল ইনস্টিটিউট, অধ্যাপক রুবিনা হামিদ-চেয়ারপারসন সানলাইফ ইন্স্যুরেন্স কো: লিমিটেড, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও কবি মনজুরুর রহমান-অতিরিক্ত সচিব তথ্য মন্ত্রণালয় এবং এ এফ এম হায়াতুল্লাহ যুগ্ম সচিব। শুভেচ্ছা জ্ঞাপন ও সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফাতেমাতুজ জোহরা, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, অরিদ বাউল, ছায়া কর্মকার, সন্ধ্যা দাস, শহীদ কবীর পলাশ, ছন্দা চক্রবর্তী, শ্যামল কুমার, আবৃত্তি করবেন লায়লা আফরোজ, শাহাদাৎ হোসেন, মাহিদুল ইসলাম, ফারজানা কবীর। নৃত্য-ওয়ার্দা রিহ্যাব। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল