১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ইসলামি সাহিত্য সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক হজরত মুহাম্মদ সা: বায়তুশ শরফের পীর

-

বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন বলেছেন, ইসলামি সাহিত্য সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক হজরত মুহাম্মদ সা:। সমাজকে সঠিক পথনির্দেশ দানের ক্ষেত্রে ইসলামি সাহিত্য সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাহিত্যের আবেদন হলো মানুষের মন ও অনুভূতির কাছে। মন বা অনুভূতি মানুষকে যেভাবে, যে পথে তাড়িত করে, সেটাই হয় সেই নির্দিষ্ট মানবসমাজের লক্ষ্য বা আদর্শ। সে জন্য সাহিত্য সংস্কৃতির যারা চর্চা করেন, তাদের সৃষ্টিকর্মে উৎসাহ প্রদান যেমন প্রয়োজন, আবার তাদেরকে যথোপযুক্ত পথনির্দেশনা প্রদান আরো বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমাজ উন্নয়নে চাই ইসলামি সাংস্কৃতির বিকাশ। সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড উপহার দেয়ার জন্য ইসলামি সাংস্কৃতিক শিল্পীদেরকে নৈতিক গুণে বলীয়ান হতে হবে।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পাখপাখালির আসরে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গত রোববার বাদ মাগরিব চট্টগ্রাম বায়তুশ শরফ কমপ্লেক্স অনুষ্ঠানে বায়তুশ শরফের পীর বলেন, রাসূলে পাক সা: প্রত্যক্ষ ও পরোক্ষ অনুপ্রেরণা উৎসাহ আর সহযোগিতা যে ইসলামি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে প্রভূত প্রভাব ফেলেছিল তা অস্বীকারের কোনো প্রশ্নই ওঠে না। তাঁর চতুষ্পার্শে যেসব আলোর আবাবিল, সাহাবায়ে কিরাম রা. ছিলেন তাঁদের অনেকেই সে সময়ের একেকজন বিখ্যাত কবিও ছিলেন। কবি লাবিদ, আবদুল্লাহ ইবনে রাওয়াহা, কাব ইবনে মালিক ও হাসসান ইবনে সাবিত রা:সহ বহু কবির নাম উল্লেখ করা যায়। তাঁদের মধ্যে এমনও ছিলেন যাঁরা আবৃত্তি করতে করতে তরবারি কোষমুক্ত করে শত্র“পানে অগ্রসর হয়েছেন।
এতে প্রধান অতিথি ছিলেন আইএমএস গ্র“পের চেয়ারম্যান আবুল বশর আবু এবং বিশেষ অতিথি ছিলেন আল্লামা শাহ আবদুল জব্বার ফাউন্ডেশন, চট্টগ্রামের চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন : মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ নুরী, মাওলানা কাজী জাফর আহমদ, মাওলানা নুরুল আলম ফারুকী, উল্লাহ খান, মুহাম্মদ আনোয়ার আহমদ, লুৎফল করিম, রফিক আহমদ, মাওলানা ওবায়দুল্লাহ, এস আলম গ্র“পের পরিচালক- রাশেদুল আলম খোরশেদ, এ বি কে মহিউদ্দিন শামীম, মিফতাহুল হুদা, নুরুল ইসলাম ও আহমদ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক দ্বীন-দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ।
পরে বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন মাহফিলের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।


আরো সংবাদ



premium cement
জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার! আফ্রিদির সাথে বিবাদের বিষয়ে কথা বললেন বাবর বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চান রোহিত অধ্যাপক মাযহারুল ইসলামের বাসভবনে অধ্যাপক মুজিবুর রহমান ইউক্রেনের ২০টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র নিষ্কিৃয় করল রাশিয়া তালেবানকে আফগান মাটি অন্যদের ব্যবহারের সুযোগ না দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের।

সকল