১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চুনতিতে সিরাতুন্নবী সা: মাহফিল শুরু

-

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী সা: মাহফিল গতকাল বিকেলে উদ্বোধন করা হয়েছে। চুনতি সিরাত ময়দানে আয়োজিত এ মাহফিল দুইব্যাপী শুরু হয়েছে। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাসান ছিদ্দিকী। মাহফিল উদ্বোধন করেন সীতাকুণ্ড কামিল মাদরাসার শায়খুল হাদিস মাওলানা হোছাইন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন : লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম ও মাওলানা জিয়াউল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আলম। আরো বক্তৃতা করেন : মাওলানা আবদুস ছোবহান ও মাওলানা আবদুল মন্নান শমসী। বক্তারা বলেন, হজরত শাহ সাহেব রহ: তার অন্তর চক্ষু দিয়ে দেখতে পেরেছিলেন, এ জাতির পরিত্রাণের ব্যবস্থা একমাত্র সিরাত আন্দোলনের মাধ্যমেই সম্ভব। তাই তিনি রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সা:-এর আদর্শ জীবনের সঠিক চিত্র জনতার সামনে তুলে ধরার জন্য বিষয়ভিত্তিক আলোচনার জন্য এ সিরাতুন্নবী সা: মাহফিলের আয়োজন করেন। মাহফিল সঞ্চালনায় ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ সাবেক যুগ্ম সচিব আবদুল বাছেত দুলাল, লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার, সিরাতুন্নবী সা: মাহফিলের মোতাওয়াল্লি কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত ও কবির আহমদ।

 


আরো সংবাদ



premium cement