২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ময়মনসিংহে আলোচনা সভা

খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা মেনে নেয়ার দাবি

-

‘চল চল, ঢাকা চল’ সেøাগান নিয়ে আগামীকাল শনিবার ঢাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে ময়মনসিংহে আলোচনা সভা করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ময়মনসিংহ জেলা বার ইউনিট।
গতকাল বৃহস্পতিবার আইনজীবী সমিতির ৪ নম্বর ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বারী। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ময়মনসিংহ জেলা বার ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, গণফোরামের অ্যাডভোকেট রায়হান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আবদুল হক, সাজাদুর রহমান আকন্দ নয়ন, আক্রাম হোসেন, আবদুর রহমান খান বাচ্চু, মামুন মাহফুজ, কাজী শাহজাহান, আনিসুজ্জামান, মুখলেছুর রহমান কেনান, মজিবুর রহমান, জমির উদ্দিন খান, হাসিব আহমদ স্বপন, আজাহারুল হক, শামসুন্নাহার, রেহেনা আক্তার, আবদুল জলিল, মাখন মল্লিক, হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ। সভায় অর্ধশত আইনজীবী অংশগ্রহণ করেন।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement