২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২০ দলীয় জোটে যাচ্ছে না বিএমজেপির সভাপতি

-

বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির (বিএমজেপি) সাধারণ সম্পাদক বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনের সভাপতি দাবি করছেন তার দল ওই জোটে যোগ দিচ্ছে না। সাধারণ সম্পাদক সুকৃতি কুমার দলের শৃঙ্খলা ভঙ্গ করে ব্যক্তিস্বার্থে ২০ দলীয় জোটে যোগ দিয়েছেন। এ জন্য তাকে বিএমজেপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সভাপতি শ্যামল কুমার রায় এই কথা বলেন।
তিনি বলেন, বিএমজেপির সাধারণ সম্পাদক দলীয় ফোরামে আলোচনা না করে ব্যক্তিস্বার্থে ২০ দলীয় জোটে যোগ দিয়েছেন, যা সংগঠনের সম্পূর্ণ শৃঙ্খলাপরিপন্থী। যার কারণে গত ১০ অক্টোবর দলের এক জরুরি বৈঠকে সংগঠনের আদর্শের পরিপন্থী কাজ করায় সুকৃতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার স্থানে যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement